কাকভোরে উঠে, দার্জিলিংয়ে
সূর্য্য মেখে লাজুক কাঞ্চনজঙ্ঘা'র...
আড়মোড়া ভাঙ্গা, আমি দেখিনি।
দুপুরের রোদে, আন্দামানে
সাদা বালির উপর আছড়ে পড়ে ঢেউয়ের...
চুম্বন নেওয়া, আমি দেখিনি।
সন্ধ্যে নামার মুখে, গির অরণ্যে
পশুরাজ সিংহের একরাশ ধূসর বিরক্তি নিয়ে...
হাই তোলা, আমি দেখিনি।
তবে রোজ রাতে, তোমার চোখে
জীব নির্জীব যত সৃষ্টি আছে...
সব, আমি দেখেছি।
আর তাই,
নাই বা দেখলাম বাকি পৃথিবীটাকে।