Tuesday, October 24, 2023

শুভ বিজয়া দশমী

দেড় হাজার মৃত।

দেড় লক্ষ বাস্তুচ্যুত।

কোথায়, সেটা আর বলবো না...

কমেন্ট আসবে - পলিটিক্যালি মোটিভেটেড পোস্ট।

কিসের জন্য, সেটা বলতে পারি...

এক টুকরো মাটি, মহা পবিত্র সেই মাটি।

বছরের পর বছর ওই মাটির জন্য মানুষ মানুষের রক্ত মেখেছে।

আর বছরের পর বছর, এই মাটিকে অবলীলায় ফিরিয়ে দিয়ে 

মা চলে গেছে তার ক্ষ্যাপা বরের কাছে।

শেখো কিছু।

শুভ বিজয়া দশমী।